আপনার ফেসবুক আইডি রিমেম্বারিং হয়ে যেতে পারে আপনার ফ্রেন্ডলিস্টের যে কারো সামান্য কাজেই!😐
হা ধরুন আপনি রাতে ঘুমাতে গেলেন এবং সকালে উঠে দেখলেন আপনার আইডিতে ঢুকতে পারছেন্না!লেখা আসছে Your account is in special memorialize system
এর মানে আপনার ফেসবুক আইডি রিমেম্বারিং করে দেওয়া হয়েছে
আচ্ছা রিমেম্বারিং বা মেমোরালাইজ কি!
-এর মানে হলো ফেসবুক কর্তৃক আপনাকে মৃত দেখানো হচ্ছে!নিশ্চয়ই জীবিত থেকে আপনাকে মৃত দেখানোটা ভালো লাগবেনা!
আচ্ছা এখন কথা হলো কেনো হয় এমন!
ধরুন,আপনি কয়েক ঘন্টা ধরে ফেসবুকে ইনেক্টিভ!বা অসক্রিয়!এর মাঝে আপনার ফ্রেন্ডলিস্টের কেও আপনার টাইমলাইনে প্রসেসিং অনুযায়ী কাজ করলো....(নিরাপত্তার জন্য হাইড রাখা হলো) ব্যস কিছু মিনিটের মাঝেই আপনার আইডি রিমেম্বারিং হয়ে যাবে!মূলত covid-19 এর জন্যই রিমেম্বারিং ব্যপারটা এতো সহজ হয়ে গেছে!আর এর সুযোগ নিচ্ছে কিছু স্পামার রা!
এ থেকে বাঁচবেন কিভাবেঃ-
১.আপনার আইডির টাইম্লাইনের সেটিং অনলি মি করে রাখতে পারেন!
২.পোস্ট ট্যাগ এপ্রুভাল অন করতে পারেন
৩.অবশ্যই অবশ্যই আপনার আইডির Setting>personal setting>Deactivation or legacy contact >add legacy contact এ গিয়ে আপনার কাছের কাওকে legacy contact এ এ্যাড করুন!
ব্যাস আপনি এখন শংকা মুক্ত☺💝
আর যদি রিমেম্বারিং হয়েই যায়!তবে নিজের ফেসবুক আইডির সাথে মিল আছে এমন NID or passport এক হাতে ধরে আপনার ফেসসহ ছবি তুলুন!
এর পর নিচের লিংকে গিয়ে সাবমিট দিন!ব্যাস ১২-৭২ ঘন্টার মাঝে আইডি ব্যাক আসবে
👇
https://m.facebook.com/help/contact/292558237463098?_rdr
#অপরিচিত কাওকে ফ্রেন্ড বানানোর আগে সচেতন হউন🤗
#Happy_Facebooking
#Ullapara News-2021