আজকের টপিক মেইল স্পুফিং (mail spoofing) কি??? আপনি কিভাবে মেইল স্পুফিং(mail spoofing) করবেন???
📨-মেইল স্পুফিং কি?
আশা করি আপনাদের অনেকেই স্পুফ( spoof) / স্পুফিং(spoofing) এর সম্বন্ধে আগে থেকে অবগত আছেন... তবে যারা জানতেন না তাদের জন্য বিস্তারিত দিলাম...
স্পুফ (spoof) শব্দের অর্থ মূলত প্রতারণা করা, ধোকা দেওয়া। সাইবার জগতে স্পুফ মানে কোন অনলাইন ব্যবহারকারী বা সিস্টেমকে ধোঁকা দেয়া। স্পুফের অনেক পদ্ধতি রয়েছে কিন্তু সবচেয়ে বেশি স্পুফ ইমেইলের মাধ্যমে হয়ে থাকে। অনলাইনে নিজের সকল ইনফরমেশন হাইড করে অন্যকারু ইমেইল এর অনুরূপ একটি মেইল থেকে তার পরিচয় ব্যবহার করে কাউকে ইমেইল করার নামকেই ইমেইল স্পুফিং বলে।
হ্যাকাররা বিভিন্ন ধরনের অ্যাপস, ওয়েবসাইট এবং বিভিন্ন টুলস এর মাধ্যমে ই-মেইল স্পুফিং করে থাকে। স্পুফ করা ইমেইল মেইল এড্রেস সহ মেইলটি কোথা থেকে আসছে। মেইলটি সেন্ড কারীর নাম সবই ফেইক থাকে অর্থাৎ অন্য কোনো ব্যাবহারকারীর নাম এবং পরিচয়ে।
তবে ভিকটিম রিপ্লাই করলে মেইলটি তার আসল ব্যাবহারকারীর কাছেই চলে যায়।
এ পদ্ধতিতে হ্যাকাররা ফিশিং লিংক পাঠিয়ে ভিকটিমের ইউজারনেম, পাসওয়ার্ড এবং যাবতীয় গোপন তথ্য যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক একাউন্ট নাম্বার, এক্সপায়ার ডেট,ফেসবুক আইডি ইত্যাদি ইনফর্মেশন হাতিয়ে নিতে পারে।
.
আশাকরি স্পুফিং (spoofing) সম্বন্ধে কিছুটা হলেও বুঝাতে পেরেছি... তাহলে এবার আসা যাক মূল কথায়...
.
📨..আপনি কিভাবে মেইল স্পুফিং(mail spoofing) করবেন???
.
ইমেইল স্পুফিং এর সব চেয়ে জনপ্রিয় একটি ওয়েব সাইট হচ্ছে www.emkei.cz। আপনি এই সাইটে গিয়ে নিজেই মেইল স্পুফিং করতে পারবেন...
তবে এখন অনেকেই বলে এইটা দিয়ে নাকি মেইল করা যাইনা... মেইল করলে সেটাকে নাকি ভিকটিমের আইডিতে স্প্যাম মেইল হিসেবে ডিটেক্ট করে।তবে এরও একটা সমাধান আছে...
চলুন জেনে নেওয়া যাক কিভাবে স্প্যাম বাইপাস করতে পারি।
প্রথমে আমরা emkei.cz সাইট টি অপেন করে নিবো।
-From Name
-From Email
-To
-Subject
এই চারটা ফিল করার পর আমরা Advanced setting এ ক্লিক করব তারপর সেখান থেকে আমরা
Priority = High
X-mailer = Apple Mail
তারপর আর বাকি সব কিছু ডিফল্ট ভাবেই থাকবে তারপর আমরা টেক্সট লিখে ক্যাপ্চা টা পুরণ করে পাঠিয়ে দিবো।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ইনবক্স করুন🙂
#ধন্যবাদ
#stay_Home
#Stay_Safe
#ULLAPARA NEWS 2021