উল্লাপাড়ায় বাঁশঝাড়ে ফুটবল খেলছিল শিশুটি, গলায় বাঁশের আগা ঢুকে মৃত্যু!
বুধবার দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশে বাঁশঝাড়ের মধ্যে ফুটবল খেলতে গিয়ে বাঁশের আগা গলায় ঢুকে মারা গেছে মোঃ শুভ হোসেন (১০) নামের এক শিশু।
শুভ উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরুপুর গ্রামের বাবু সরকারের ছেলে।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ শুভ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় শুভ তার কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশে বাঁশঝাড়ে ফুটবল খেলছিলেন।
এক পর্যায়ে ঝাড়ের মধ্যে ভেঙ্গেপড়া একটি বাঁশের আগা শুভ’র গলায় ঢুকে যায়। গুরুতর অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে হাসপাতালে যাবার পথে তার মৃত্যু হয়।
#ULLAPARA NEWS-2021
আল্লাহ তাকে জান্নাত বাসী করুক আমিন।
ReplyDelete