GMAIL SECURITY - কিভাবে আপনার জিমেইল সুরক্ষিত রাখবেন।




Gmail Security

📢আসসালামু আলাইকুম, Ullapara News এ আপনাকে স্বাগতম☺

📌আজকের টপিক #Gmail_ Security 🏴‍☠

বর্তমান জিমেইল সিকিউরিটি অনেক উন্নত করা হয়েছে☺
এমনকি অ্যাকসেস হারিয়ে গেলে সেটা অ্যাকসেস করতে অক্ষম হতে হচ্ছে😥

📌এখন আপনাদের Gmail  বা Yahoo যেভাবে  সুরক্ষিত রাখবেনঃ-

 ১। প্রথম যে কাজটি বেশি দরকার পরে মেইল অ্যাকসেস এর জন্য সেটি হলো রিকোভারি এড্রেস অ্যাড করা❗

 - আপনার মেইল এ একটা রিকভারি মেইল এবং রিকভারি নাম্বার অ্যাড করবেন,অবশ্যই নিজের গুলা ইউজ করবেন।

২। ফেসবুক এর মতো মেইলএ ও ২ স্টেপ ভেরিফিকেশন অন করা যায়🤗

 - আপনার মেইল এ ২ স্টেপ ভেরিফিকেশন অবশ্যই চালু রাখবেন।এতে করে যদিও কোনো ক্রমে আপনার মেইল এর পাসওয়ার্ড কেও জানে,আপনার কোড ছাড়া কেও লগইন করতে পারবে না🤗

৩। লোভনীয় কোনো থার্ড পার্টি সাইট এ আপনার মেইল লগইন করবেন না,এতে আপনার মেইল হ্যাক হতে পারে।
 - অনেক সময় দেখবেন মেইল এ হ্যাকার রা লোভনীয় কিছু অফার দেয়,আপনার একাউন্ট এ $1000.0 ডলার এসেছে😁 নিতে এখানে ক্লিক করুন😌

এসব লিংক বা মেইল ইগনোর করে চলবেন🙂

৪। অন্যের ডিভাইস এ আপনার মেইল লগইন করেছেন?

 - আপনার পাসওয়ার্ড পাল্টে ফেলুন এবং মেইল এর সেটিংস থেকে অন্য ডিভাইস টি রিমুভ করে দিন🤗

৫। আপনার জন্মদিন এমন দিছেন সেটা আপনারই মনে নেই।

 - এই কাজটি কখনো করবেন না।আপনার মেইল এ দেওয়া জন্মদিন অবশ্যই আপনার নিজের টা দেওয়ার চেষ্টা করবেন,কারণ: অনেক সময় মেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে রিকোভার করতে লাগে। 

৬। মেইল এর পাসওয়ার্ড ভুলে গেছি রিকোভার করবো কিভাবে?

 - বর্তমান আপডেট অনুযায়ী আপনার অবশ্যই রিকভারি মেইল আর নাম্বার এড থাকতে হবে নাহলে পারবেন না🤧 আর অবশ্যই জন্মদিন টা আর পুরাতন পাসওয়ার্ড টা মনে রাখবেন,রিকোভার করতে লাগবে।

৭। মেইল এর পাসওয়ার্ড কেমন ধরনের দিবো?

 - পাসওয়ার্ড এর ধরন নিয়ে আমরা একটি পোস্ট দিয়েছি আমাদের পেজ এ অনেক আগে,অবশ্যই সেটা খুঁজে দেখে নিবেন,পোস্ট টি ছিল ফেসবুক পাসওয়ার্ড নিয়ে,বিষয় একই।

✓ এছাড়া আপনার মেইল এ যতো ধরনের সিকিউরিটি আছে সেগুলা অন করে রাখবেন🤗

📌পুরো পোস্ট টা পড়ে যার যে সমস্যা সেটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো☺

#ধন্যবাদ 
#Stay_Home
#Stay_Safe

ULLAPARA NEWS-2021

Post a Comment (0)
Previous Post Next Post