📢আসসালামু ওয়ালাইকুম.!🖤
📌 আপনারা অনেকেই আমাকে /আমাদের ইনবক্সে করে থাকেন হ্যাক হওয়া আইডি রিকোভারের জন্য ।
কিছু নির্দষ্ট তথ্য থাকলেই কেবল হ্যাক হওয়া আইডি রিকোভার করা সম্ভব হয়।
📢 যা যা থাকলে হ্যাক হওয়া আইডি রিকোভার করা সম্ভব হবে।
১) হ্যাক হওয়ার সাথে সাথে আমাদের জানাতে হবে। সাথে সাথে না পারলে ও ২৪-৪৮ ঘন্টার মাঝে যোগাযোগ যোগ করতে হবে। তবে ৭২ ঘন্টা অতিবাহিত হয়ে গেলে সেটা আর রিকোভার করা সম্ভব নয়।
২) আইডিতে মেইল এড করা থাকতে হবে হ্যাক হওয়ার আগের। এবং সেই মেইল আসা নোটিফিকেশন টা থাকতে হবে।
৩) আইডির নাম স্বাভাবিক থাকতে হবে (স্টাইলিং নাম এলাও না)
৪) জন্মদিন ১৮ বছর এর বেশি থাকতে হবে।
৫) ট্রাষ্টেট কন্টাক এড থাকলে তাদের প্রয়োজন হতে পারে।
৬) নাম্বার এড করা আইডির ক্ষেত্রে ৩-১২ ঘন্টার মাঝে যোগাযোগ করতে হবে৷ এবং পূর্বে ব্যবহৃত ডিভাইস সেই ক্ষেত্রে প্রয়োজন হবে।
📌উপরোক্ত তথ্য গুলো থাকলেই কেবল আমাদের সাথে যোগাযোগ করবেন৷ আমরা তাহলে চেষ্টা করবো আপনাদের সহায়তা করার জন্য ।
অন্যথায় আইডি রিকোভার করা সম্ভব হবে না।
#এগুলো থাকলেই কেবল মাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। ১ মাস আগে ৩ মাস আগে হ্যাক হওয়া আইডির জন্য কেউ ইনবক্সে করবেন না৷ আমরা কোন যাদুকর নয় যে লিংক দিবেন আর হ্যাক করে দিবো বা রিকোভার করে দিবো।
#ধন্যবাদ
#Stay_Home
#Stay_Safe
#Stay_With_Us