মেসেঞ্জারে পার্সোনাল জিনিস দেয়া নেয়া থেকে বিরত থাকুন। ব্যাক্তিগত গোপনিয়তা সচেনতা।


#ব্যাক্তিগত_গোপনীয়তা ও সচেতনতা 

#মেসেঞ্জারে পার্সোনাল জিনিস দেয়া নেয়া থেকে বিরত থাকুন।

যদি একান্তই আপনার প্রয়োজন হয়, তাহলে ইমো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এপ ইউজ করেন।

এক্ষেত্রে আপনার পার্সোনাল জিনিস সেফটি থাকবে।
মেসেঞ্জারে পার্সোনাল জিনিস দেয়া নেয়া করার পর যদি আপনার আইডিটি হ্যাক হয়।
সে ক্ষেত্রে আপনি পরবর্তীতে ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন। 

তাই আমি ব্যাক্তগতভাবে সাজেস্ট করি ইমো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করতে বাকিটা আপনারা ভালো জানেন 😊

[N.B] পার্সোনাল জিনিস বলতে হতে পারে আপনার ব্যক্তিগত কোন ছবি, ব্যক্তিগত কোন ডকুমেন্টস, বা নিজেদের মধ্যে যা থাকার কথা সেগুলো।
বর্তমান অনেকেই এরকম হ্যারেজমেন্ট এর শিকার হচ্ছে।

তাই একটু সাবধানতা অবলম্বন করুন।

#সচেতন থাকুন নিরাপদ থাকুন 
#এবং সর্বদা সতর্ক থাকুন
#ধন্যবাদ💝
             

Post a Comment (0)
Previous Post Next Post