#আসসালামু_আলাইকুম......
-'ফেসবুকের নতুন ফিচার এসেছে, সেটি হলো, আপনি চাইলে আপনার পোষ্ট এখন সরাসরি একবারে ডিলিট করতে পারবেন না।
-'এখানে একটা সুবিধা পাচ্ছেন,আপনার ডিলিট কৃত পোস্টটি আপনি ৩০ দিনের মধ্যো যখন ইচ্ছা তখন রিকভার করতে পারবেন।
-'কারন , আপনার পোস্ট সম্পূর্ণরূপে ডিলিট হতে 30 দিন সময় লাগবে।
-'ফেসবুক তাদের ডিলিট অপশন এর এখানে দুটি অপশন দিয়েছে একটি হল....
Move to archive
-'আরেক্টি হলো....
Move to trash
-'আমরা অনেক সময় নিজ ইচ্ছায় কিংবা, ভু্ল বসতো, গুরুত্বপুর্ন কিছু তথ্য বা পোস্ট ডিলেট করে থাকি যা তখন বুজি না, কিন্তু কিছুদিনের মধ্যো তা বুজতে পারি, এবং তখন তা রিকোবারি করতে চাই।
-'এমন সমস্যায় জাতে না পরতে হয়,
তাই ফেসবুক এই ফিচারটি নিয়ে এসেছে।
#হ্যাপি_ফেসবুকিং♥
-'সবাই SUBSCRIBE করে পাশে থাকুন।