নিজের Facebook আইডি সুরক্ষিত রাখার উপায়ঃ-
১/ Vpn ব্যবহার করে আইডি চালাবেন না
২/একাদিক ব্রাউজার আইডি লগ ইন দিয়ে ব্যবহার না করা।
৩/Temporary number ব্যবহার করবেন না
৪/আইডি তে ২ টি মেইল+ রিয়েল নাম্বার এড রাখতে হবে
৫/আইডিতে Two factor option চালু রাখতে হবে
৬/ Government issue NID /passport অনুযায়ী ফেসবুকের নাম + জর্ন্মতারিখ
মিল থাকতে হবে
৭/ অপরিচিত কোনো লিংক ডুকা যাবে না।
৮/ ১৮+ কোনো পেইজ ভিডিও বা অন্যের পোস্ট শেয়ার থেকে বিরত থাকুন
৯/ এক নাগাড়ে একদিক ফ্রেন্ড রিকুয়েষ্ট/একই comment থেকে বিরত থাকুন।
১০/ কারো সাথে ঝগড়া করবেন না। করলে সেই ব্যাক্তি রাগান্বিত হয়ে রিপোর্ট দিতে পারে
১১/ রিয়েল আইডি দিয়ে কাউকে রিপোর্ট করা থেকে বিরত থাকুন
১২/আইডি ডিজেবল হলে না জেনে সাবিমিট করা থেকে বিরত থাকুন
১৩/ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন গেইমস খেলা থেকে বিরত থাকুন।
☠️Facebook Problem Solution☠️
Stay Home Stay Safe...
Thanks for with Us🥰
Ullapara News-2021