আপনার ফেসবুক আইডি নিরাপত্তা বাড়ান, কেও আপনার আইডি হ্যাক করতে পারবেন না।



আপনার ফেসবুক আইডি নিরাপত্তা বাড়ান,
কেও আপনার আইডি হ্যাক করতে পারবেন না। 
- কেউ যদি আপনার আইডির পাসওর্য়াড জেনে যায় তবুও লগইন করতে পারবেনা।
- তিনটি কাজ করলে আপনার আইডি হ্যাক হবে না
- আপনার আইডি হ্যাক করতে হিশমিশ খাবে।
(1) শক্তিশালী পাসওর্য়াড।
(2) Log In Approval ON.
(3) Trusted Contacts ON.
1 ( শক্তিশালী পাসওর্য়াড )  
- গনিত সংখ্যা ইংরেজি সংখ্যা মিলে পাসওর্য়াড ব্যবহার করেন। পাসওর্য়াড এ Strong Letter ব্যবহার করেন।
- Exmpl : $M1onsu2r$
- Note : অবশ্যই আপনাকে আপনার পাসওয়ার্ড মনে রাখতে হবে এবং
এমন পাসওর্য়াড ব্যবহার করতে হবে যেটা মনে রাখতে পারবেন।
2 ( Log In Approval ON. ) 
- প্রথমে ফেসবুকে ঢুকে Settings & Privacy তে যান তারপর Security and Login এ কিল্ক করুন।
এরপর দেখেন Use two-factor authentication নামে একটা লেখা আছে ঐখানে কিল্ক করুন। 
এরপর Set Up এ কিল্ক করুন।
- এখন দেখুন একটা ঘরে আপনার কাছে Phone Number চাচ্ছে, 
ঐ ঘরে আপনার Phone Number দিন।
- Phone Number দেওয়ার পরে আপনার নাম্বারে 6 সংখ্যার একটা কনর্ফাম কোড যাবে। কোডটা দিয়ে কনর্ফাম করুন
- এখন থেকে আপনি আইডি তে লগিন করতে হলে আপনার ওই নাম্বারে একটা 6 সংখ্যা কোড যাবে ওই কোড টি দ্বারা আপনার আইডি তে প্রবেশ করতে হবে।
3 - ( Trusted Contacts ON. ) 
- প্রথমে ফেসবুকে ঢুকে Settings & Privacy তে যান তারপর Security and Login এ কিল্ক করুন।
- এখন অনেক টা নিচে নামেন দেখেন Choose 3 to 5 friends to contact if you get locked out
- এখানে Click করুন ( এখন আপনাকে আপনার আইডির পাসওর্য়াড দিয়ে Continue তে Click করেন ) পাসওয়ার্ড না ও চাইতে পারে এই ফোনে পাস আগে থেকে সেভ করা থাকলে।
- তারপর Choose Trusted Contacts তে Click করেন এখন আপনার বিশ্বাসি 3 বা 5 জন Facebook Friends , Trusted Contacts এ Add করুন অবশ্যই তারা আপনার পরিচিত হতে হবে। ( একজন এড হওয়ার পর Edit এ Click করে আরেক জন এড করবেন ) এমন করে 3 বা 5 জন এড করবেন
- আপনার আইডি সমস্যা হলে বা রিকোভার করতে চাইলে ওই এড করা ফ্রেন্ডের কাছে কোড যাবে তা দ্বারা আপনি আপনার আইডি রিকোভার করতে পারবেন
- Note : আপনার আইডির Birthday Only Me থাকলে
99% Hack হওয়ার সম্ভাবনা নেই। কেও কোনো লিংক এ প্রবেশ করার আগে যাচাই বাছাই করে প্রবেশ করবেন।


Ullapara News -2021

1 Comments

Post a Comment
Previous Post Next Post